Thank you for trying Sticky AMP!!

ভোটের পর চাঙা শেয়ারবাজার

নতুন বছরের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৮০ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ২৮২ পয়েন্ট বা ২ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। সূচকে বড় ধরনের উত্থান হলেও লেনদেনে তার কোনো প্রভাব ছিল না।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ক্ষমতাসীন দল নির্বাচনে আবারও নিরঙ্কুশভাবে জয়লাভ করায় বিনিয়োগকারীরা কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন। এ কারণে নির্বাচনের আগে যেসব বিনিয়োগকারী নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের অনেকে সক্রিয় হতে শুরু করেছেন। তাতে বাজারে কিছুটা চাহিদা বেড়েছে।

জানতে চাইলে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএসইর সাবেক পরিচালক শাকিল রিজভী বলেন, নির্বাচন ঘিরে দেশের সাধারণ মানুষসহ বিনিয়োগকারীদের মধ্যে অস্থিতিশীলতার শঙ্কা তৈরি হয়েছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সেই শঙ্কা কেটে গেছে। এ ছাড়া সরকারের ধারাবাহিকতা রক্ষা হওয়ায় তাতে পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তনের কোনো আশঙ্কা নেই। তাই নির্বাচনের আগে যেসব বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, তাঁরা আবারও সক্রিয় হতে শুরু করেছেন। পাশাপাশি বছর শেষে ব্যাংক খাতের ভালো মুনাফার খবরও বিনিয়োগকারীদের কিছুটা আস্থা ফেরাতে সহায়তা করেছে। সব মিলিয়ে তাই শেয়ারবাজারে বছরের প্রথম দিনের শুরুটা বেশ ভালোই হয়েছে।

শাকিল রিজভী আশা প্রকাশ করেন, বড় ধরনের কোনো অনিশ্চয়তা দেখা না দিলে নতুন সরকার ও নতুন বছরের শুরুতে বাজার ভালো থাকবে। কারণ, বাজারের সূচক ও শেয়ারের দাম অনেক নিচে নেমে গেছে। বাজার যেখানে নেমেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সময় ও সম্ভাবনা তৈরি হয়েছে।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে ব্যাংক খাতে ভালো পরিচালন মুনাফা হয়েছে। বছরজুড়ে নানা সংকটের মধ্যেও ব্যাংকগুলোর আয় বেড়েছে। এ খবরে গতকাল শেয়ারবাজারে ব্যাংক খাতের শেয়ারের দামেও ছিল চাঙাভাব। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৭টিরই দাম বেড়েছে। কমেছে মাত্র ২টির আর অপরিবর্তিত ছিল ১টির দাম।

এদিকে, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সাংসদ নির্বাচিত হওয়ায় গতকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ঢাকার বাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারের দাম গতকাল সর্বনিম্ন সাড়ে ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়।

এ ছাড়া বেক্সিমকো সিনথেটিকসের দাম সাড়ে ৯ শতাংশ বা ৭০ শতাংশ বেড়ে ৮ টাকা, বেক্সিমকো লিমিটেডের দাম সাড়ে ৮ শতাংশ বা ২ টাকা বেড়ে সাড়ে ২৫ টাকা আর বেক্সিমকো ফার্মার দাম ২ টাকা ৮০ পয়সা বা সাড়ে ৩ শতাংশ বেড়ে প্রায় ৮২ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ ৫ কোম্পানির মধ্যে তৃতীয় অবস্থানে ছিল। এদিন এককভাবে কোম্পানিটির ২৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিবিএস কেবলস। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ৩১ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ৮ টাকা ৭০ পয়সা বা ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকায়।