Thank you for trying Sticky AMP!!

শেয়ারবাজারে তৃতীয় দফায় পেছাল আজকের লেনদেন

শেয়ারবাজারের লেনদেন তৃতীয় দফায় পেছাল

শেয়ারবাজারের লেনদেন তৃতীয় দফায় পেছাল। প্রথমে এক ঘণ্টা পিছিয়ে বেলা সাড়ে ১১টা করার পর আবার দেড় ঘণ্টা পিছিয়ে বেলা ১টায় লেনদেন শুরু হবে বলে জানানো হয়েছে। এরপর আবার জানানো হয়েছে বেলা ১টার পরিবর্তে লেনদেন শুরু হবে বেলা ২টায়। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ডিএসইর ওয়েবসাইটে তৃতীয় দফায় বলা হয়, অনিবার্য কারণবশত আজকের লেনদেন বেলা ১টার বদলে বেলা ২টায় শুরু হবে।

গতকাল বুধবার অব্যাহত ধস ঠেকাতে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে অনুষ্ঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর সিদ্ধান্তের পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও একই সিদ্ধান্ত নিয়েছে। দুই স্টক এক্সচেঞ্জ জানায়,আজ থেকে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে তা চলবে বেলা দেড়টা পর্যন্ত। এর ফলে লেনদেন হবে তিন ঘণ্টা। পরে আজ বৃহস্পতিবার সকালে নতুন করে লেনদেন এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে— এমনটা জানানো হয় ডিএসইর ওয়েবসাইটে। পরে বেলা সোয়া ১১টার দিকে ওয়েবসাইটে আবার জানানো হয় লেনদেন শুরু হবে বেলা ১টায়। এরপর আবার জানানো হয় বেলা ২টায় শুরু হবে লেনদেন।

গতকালও বড় ধস দিয়ে শেষ পুঁজিবাজারের লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারায় ১৬৮ পয়েন্ট বা প্রায় সাড়ে ৪ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমে ৪৪৩ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ