Thank you for trying Sticky AMP!!

শেয়ারবাজারে প্রথম দিনেই বিক্রেতাশূন্য ওয়ালটন

পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে ইলেকট্রনিকস খাতের দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বুধবার লেনদেনের শুরুতেই কোম্পানিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয়। এ কারণে এটি দিনভরই বিক্রেতাশূন্য ছিল।  লেনদেন শুরুর প্রথম দিনে আজ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১২৬ টাকা বা ৫০ শতাংশ। নিয়ম অনুযায়ী এর বেশি আর দাম বৃদ্ধির সুযোগ ছিল না। লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

প্রাথমিক গণপ্রস্তাবে  (আইপিও) কোম্পানিটি প্রতিটি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫২ টাকায় বিক্রি করেছে। আজকে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭৮ টাকা দরে লেনদেন হয়।

Also Read: ওয়ালটনের আইপিও আবেদন শুরু রোববার

প্রসঙ্গত, আজ দুই স্টক এক্সচেঞ্জে ওয়ালটন হাইটেক এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করে। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ২৪৩টি। কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন রয়েছে ৩০২ কোটি ৯২ লাখ টাকা।

এদিকে প্রথমে বড় ধরনের উত্থানের আভাস দিলেও সূচক খুব বেশি বাড়েনি দেশের প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৮৮১ কোটি ৮১ লাখ টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৭টির, অপরিবর্তিত আছে ৪৫টির দর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট।