
সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর ১২টা নাগাদ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্যদিকে, এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২২ পয়েন্ট।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৬৬৪ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির দর।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সোনালি লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস, বিকন ফার্মা, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, পাওয়ার গ্রিড ও আমান ফিড।
গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বৃদ্ধি পায় ৩৫ পয়েন্ট।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত আছে ৩০টির দর।