Thank you for trying Sticky AMP!!

সপ্তাহের প্রথম দিনই নিম্নমুখী ধারায় সূচক

সপ্তাহের প্রথম কার্যদিবসেই নিম্নমুখী প্রবণতায় দেশের দুই পুঁজিবাজার। আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৭৯৫ পয়েন্টে। তবে লেনদেনের গতি গত কার্যদিবসের চেয়ে আজ কিছুটা বেড়েছে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩১ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩৪০ কোটি টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ৫২ কোটি টাকা বেশি। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৮৮ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির। কমেছে ১৮৮টির। অপরিবর্তিত ৪৪টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, জেনেক্স ইনফোস, সিঙ্গারবিডি, পাওয়ার গ্রিড, মুন্নু স্টাফলার, সায়হাম কটন ও ন্যাশনাল টিউবস।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৮১১ পয়েন্টে। মোট লেনদেন হয় ৭৭২ কোটি টাকা।