Thank you for trying Sticky AMP!!

সূচকের উত্থানে লেনদেন চলছে

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২৩৪ কোটি ২১ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এ সময় দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৬টির, অপরিবর্তিত আছে ১১০টির দর।

এ সময় পর্যন্ত ভালো অবস্থানে আছে বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, বেক্সিমকো, এসআইবিএল, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, নিটোল ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স, শাহজালাল ব্যাংক ও এক্সিম ব্যাংক।

টানা দুই দিন বড় দরপতনের পর গতকাল সোমবার ঘুরে দাঁড়ায় দেশের শেয়ারবাজার। ওই দুই দিনের বড় দরপতনে ডিএসইএক্স কমেছে ১৬৬ পয়েন্ট বা ৩ শতাংশ। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স বাড়ে ৬২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বাড়ে ১৯১ পয়েন্ট।