Thank you for trying Sticky AMP!!

২০১৯-এর সেরা স্টক এক্সচেঞ্জ

সেরার তালিকায় যে বাংলাদেশের কোনো স্টক এক্সচেঞ্জ থাকবে না, বলাই বাহুল্য। তবে বিশ্বের সবচেয়ে খারাপ করা স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থা বেছে নিলে হয়তো বাংলাদেশ তালিকায় স্থান করে নিতে পারত। বাংলাদেশের শেয়ারবাজারের অবস্থা যতই খারাপ হোক না কেন, ২০১৯ সালে কিন্তু বিশ্বের শেয়ারবাজার ভালোই করেছে। প্রধান প্রধান স্টক এক্সচেঞ্জের প্রবৃদ্ধি যথেষ্ট ভালো। যেমন যুক্তরাষ্ট্রের ডাও জোনসের প্রবৃদ্ধি ছিল ২২ শতাংশ আর জাপানের নিক্কিইয়ের সূচক বেড়েছে ১৮ শতাংশ। বলে রাখা ভালো, বিশ্বের সব স্টক এক্সচেঞ্জ যার যার মতো করে সূচক নির্ধারণ করে। যেমন ডাও জোনস হচ্ছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩০ বৃহৎ কোম্পানির সূচক। আর নিক্কিই সূচক জাপানের ২৫০টি কোম্পানির সমন্বয়ে তৈরি।

২০১৯ সালের সেরা ৭টি স্টক এক্সচেঞ্জ
ডেক্স ২৫% ডাও জোনস ২২%
সাংহাই কমপোজাইট ২২%
নিক্কি ১৮%
এফটিএসই ১০০ ১২%
হ্যাং সেনং ১০%
কোস্পি ৮%