Thank you for trying Sticky AMP!!

ডিএসইতে ৭ মাস পর সর্বোচ্চ লেনদেন

শেয়ারবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে লেনদেন ৪০ শতাংশ বেড়েছে। গতকাল সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪৭৮ কোটি টাকা।

গত সাত মাসের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ঢাকার বাজারে ১ হাজার ৪৮২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, গত তিন কার্যদিবসে হাজার কোটি টাকার বেশি লেনদেন হওয়ার পর গতকাল লেনদেনে বড় ধরনের উল্লম্ফন ঘটে। কয়েক দিন লেনদেন বাড়ায় নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হতে শুরু করেছেন। আবার গত কয়েক দিনে কিছুটা লাভের দেখা পাওয়ায় লেনদেন সক্ষমতাও বেড়েছে ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের। তাতে লেনদেনে গতি ফিরেছে।

বাজারসংশ্লিষ্টদের একটি পক্ষ বলছে, আইপিও আবেদনকে সামনে রেখে বাজারে বিনিয়োগ বাড়াচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির আইপিও আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হয়। আগামী মাসে নাভানা ফার্মাসিউটিক্যালসের আইপিওর চাঁদা গ্রহণ শুরু হবে।

ওই কোম্পানির আইপিওতে আবেদন করতে হলে আগ্রহী বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে। তাই আইপিওর শেয়ারের আবেদনে আগ্রহী বিনিয়োগকারীরা সেকেন্ডারি বাজারে নতুন করে বিনিয়োগ করছেন।

ঢাকার বাজারে গতকালের লেনদেনের মধ্যে এককভাবে সর্বোচ্চ লেনদেন ছিল বেক্সিমকো গ্রুপের। ঢাকার বাজারের মোট লেনদেনের ১০ শতাংশের বেশি ছিল এ গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির।

কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস।