Thank you for trying Sticky AMP!!

ডিএসইর ছয় পরিচালক পদে ১৮ জনের নাম প্রস্তাব

ঢাকা স্টক এক্সচেঞ্জ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ছয়জন স্বতন্ত্র পরিচালকের ১৮ জনের নাম প্রস্তাব করা হয়েছে। এই ১৮ জনের মধ্য থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ছয়জনকে চূড়ান্ত অনুমোদন দেবে। এরই মধ্যে ডিএসইর পরিচালনা পর্ষদে চূড়ান্ত হওয়া ১৮ জনের নাম বিএসইসিতে পাঠানো হয়েছে।

Also Read: শেয়ারবাজার গতি ফেরাতে চায় কালোটাকা

ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর বর্তমান পর্ষদে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকদের মধ্যে পাঁচজনের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর বাইরে স্বতন্ত্র পরিচালকের একটি পদ শূন্য রয়েছে। আর একজন স্বতন্ত্র পরিচালকের মেয়াদ পূর্ণ না হওয়ায় তিনি মেয়াদকালীন সময় পর্যন্ত বহাল থাকছেন। ফলে ডিএসইর মোট সাতজন স্বতন্ত্র পরিচালক পদের মধ্যে নতুন করে নিয়োগ দেওয়া হবে ছয়জনকে। বিএসইসি এই ছয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে। এ ছয়জনের জন্য ১৮ জনের নাম গতকাল বিএসইসি পাঠানো হয়েছে। নতুন করে নিয়োগের জন্য যাঁদের নাম পাঠানো হয়েছে, সেখানে বর্তমান পর্ষদের চারজনকেও রাখা হয়েছে। তাঁরা হলেন বর্তমান পর্ষদের চেয়ারম্যান ইউনুসুর রহমান, পরিচালক সালমা নাসরিন, মুনতাকিম আশরাফ ও অধ্যাপক এ কে এম মাসুদ। এর বাইরে নতুন করে ১৪ জনের নাম প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছেন বেসিক ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম মোহাম্মদ কিবরিয়া, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) শহিদুল আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ উজ জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবদুল মোমেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটান কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক রুবাবাদৌলা, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি শারমিন রিনভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন হাফিজ মো. হাসান, আইনজীবী নাজিয়া কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সবিতা রিজওয়ানা রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও আইনজীবী শায়লা ফেরদৌস।  

ডিএসই সূত্রে জানা যায়, সংস্থাটির বর্তমান পর্ষদের ছয়জন স্বতন্ত্র পরিচালকের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগে এসব পদে নতুন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। ডিএসই আশা করছে, চলতি সপ্তাহের মধ্যে বিএসইসি এসব পদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ চূড়ান্ত করবে।

২০১০ সালে শেয়ারবাজার ধসের পর গঠিত তদন্ত কমিটির সুপারিশে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক (ডিমিউচুয়ালাইজেশন) করা হয়। ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসইর পরিচালনা পর্ষদে সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারীদের জন্য একটি পরিচালক পদ সুনির্দিষ্ট করা হয়। আর স্টক এক্সচেঞ্জের মালিকানা অংশীদারদের জন্য চারটি পরিচালক পদ সুনির্দিষ্ট করা হয়।

Also Read: শেয়ারের হাতবদল বৃদ্ধি কী বার্তা দিচ্ছে শেয়ারবাজারে

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান নিযুক্ত হন স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে। সেই অনুযায়ীই ডিমিউচুয়ালাইজেশনের পর থেকে ডিএসইর পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন একজন স্বতন্ত্র পরিচালক। বর্তমানে এ পদে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব ইউনুসুর রহমান।