Thank you for trying Sticky AMP!!

মাহবুবুল আলম, সভাপতি, এফবিসিসিআই

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বিল্ডের নতুন চেয়ারপারসন

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

বিল্ডের নতুন চেয়ারপারসন মাহবুবুল আলম ২০২৪-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক চেয়ারপারসন নিহাদ কবিরের স্থলাভিষিক্ত হলেন। রাজধানীর মতিঝিলে বিল্ডের সভাকক্ষে গত রোববার এর ৩৩তম ট্রাস্টি বোর্ড সভা হয়। সভায় নতুন ট্রাস্টি বোর্ডের হাতে দায়িত্ব তুলে দেন নিহাদ কবিরের নেতৃত্বাধীন ট্রাস্টিরা। বিল্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিল্ডের সামগ্রিক কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণচর্চার কর্তৃত্ব ও দায়িত্ব পালন করে ট্রাস্টি বোর্ড। ২০২৪-২৫ মেয়াদের জন্য বিল্ডের ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ ও মহাসচিব আফসারুল আরিফীন; মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান ও মহাসচিব ফারুক আহমদ এবং চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি ওমর হাজ্জাজ ও সচিব মোহাম্মদ ফারুক। নতুন ট্রাস্টি বোর্ডের সদস্যসচিবের দায়িত্ব রয়েছেন ফেরদৌস আরা বেগম।