Thank you for trying Sticky AMP!!

জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চায় চীন সরকার

চীন সরকারের এক ফাঁস হওয়া নথিতে জানা গেছে, ২০৬০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে চীন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা ২০ শতাংশে নামিয়ে আনতে চায়। তারা কীভাবে কার্বন নিঃসরণ কমাবে, নথিতে সে–বিষয়ক বিস্তারিত পরিকল্পনা থাকলেও এ নিয়ে নতুন অঙ্গীকার করেনি দেশটি। এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে।

সারা বিশ্বে যে পরিমাণে কয়লা পোড়ানো হয়, তার অর্ধেকই হয় চীনে। তবে সম্প্রতি তারা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হ্রাস করেছে। এতে দেশটির অনেক এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকেছে। বিদ্যুৎ উৎপাদন হ্রাসের প্রভাব তাদের জিডিপিতে পড়েছে। জুন-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধির হার গত এক বছরের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।

এ ছাড়া চীন কয়লা ছেড়ে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন শুরু করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৮০ ডলার ছাড়িয়ে গেছে। শুরু হয়েছে তেল সংকট।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মহামারি শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশ ছাড়েননি। কপ-২৬ এ–ও তিনি সশরীর অংশগ্রহণ করবেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে।