Thank you for trying Sticky AMP!!

ট্রাম্পের চার বছরে এলনের এত লাভ

সাবেক বান্ধবীর সঙ্গে এলন মাস্ক

চার বছরের শাসনামলে নানা ঘটনার জন্ম দিয়ে কেবলই বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু চুক্তি থেকে সরে আসা, অভিবাসী বিষয়ে নিজের শক্ত অবস্থানসহ নানা কারণে অনেকের সঙ্গেই টানাপোড়েন তৈরি হয়েছিল ট্রাম্পের। তবে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান উদ্যোক্তা এলন মাস্ক নিজেকে সবচেয়ে ভাগ্যবান ভাবতেই পারেন। কারণ, ট্রাম্পের চার বছরের শাসনামলে সবচেয়ে বেশি আয় করেছেন বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক।

২০১৭ সালের ২০ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের চার বছরের শাসনামলে বিশ্বের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বেশি টাকা আয় করেছেন মাস্ক। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আমলে এলন মাস্কের নিট সম্পদের পরিমাণ বেড়েছে ১৭ হাজার কোটি ডলার। মূলত টেসলার শেয়ারের দর বৃদ্ধিই এই সম্পদের উৎস। এই চার বছরে টেসলার শেয়ারের দর বেড়েছে ১ হাজার ৬২৫ শতাংশ। গত তিন মাসেই কেবল টেসলার শেয়ারের দর ১০০ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তখন এলনের সম্পদের নিট মূল্য ছিল প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার। চার বছরের ব্যবধানে মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। তাঁর সম্পদের নিট মূল্য এখন ১৮ হাজার ৪০০ কোটি ডলার। এলনের সম্পদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ফোর্বস এ প্রতিবেদন তৈরি করেছে। টেসলার কর্ণধার এলন মাস্ক এখন বিশ্বের এক নম্বর ধনী জেফ বেজোসের চেয়ে মাত্র ৬০০ কোটি ডলার পিছিয়ে। বর্তমানে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৯ হাজার কোটি ডলার।

ফোর্বস বলেছে, ২০১৬ সাল থেকেই ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক সুদৃঢ় হতে থাকে। তখনো ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হননি। ওই নির্বাচনের কয়েক মাস আগে তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্কের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি এলন মাস্ককে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিভাধর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। অবশ্য ফোর্বস এ-ও বলছে, ট্রাম্পের কারণে মাস্ক সরাসরি উপকৃত হয়েছেন, তা বলা যাবে না। যদিও ট্রাম্পের শাসনামলে টেসলা নতুন গাড়ি উদ্ভাবন করেছে।