Thank you for trying Sticky AMP!!

পুনরুদ্ধার প্যাকেজের বরাদ্দ নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের দর-কষাকষি

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে উদ্ধারে ২ ট্রিলিয়ন ডলারের পুনরুদ্ধার প্যাকেজ চান মার্কিন আইনপ্রণেতারা। গতকাল মঙ্গলবার রাতভর এই নিয়ে মার্কিন সিনেট অধিবেশনে দর-কষাকষি করেছেন তাঁরা। তবে এ নিয়ে মধ্যরাত পর্যন্ত সিনেট অধিবেশন চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো দল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই প্যাকেজ নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছে। প্যাকেজের বিভিন্ন বিষয় নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের দ্বিধাবিভক্তির কারণে এখনো একমত হতে পারেনি কোনো পক্ষ। গত সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানচিন আশা প্রকাশ করে বলেন, মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে একটি সমাধান হবে। একই আশা প্রকাশ করেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।

গতকাল রাতভর আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো দল।

ডেমোক্র্যাটরা বলছেন, রিপাবলিকানদের প্রস্তাবিত প্রাথমিক বিলে বিভিন্ন অঙ্গরাজ্য ও হাসপাতালের জন্য বরাদ্দ কম। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের বরাদ্দের সীমাও রাখা হয়নি।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করে মার্কিন কংগ্রেসে ইতিমধ্যে দুটি বিল পাস হয়েছে। মানুষের হাতে হাতে চেক তুলে দেওয়ার বিষয়েও কাজ চলছে।