Thank you for trying Sticky AMP!!

বিশ্বজুড়ে অনলাইন কেনাকাটা বেড়েছে ট্রিলিয়ন ডলারের

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অধিকাংশ ভোক্তা ঘরের বাইরে বের হননি। তাই নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য থেকে শুরু করে বাগানের জিনিসপত্র—সবই তাঁদের কিনতে হয়েছে অনলাইন থেকে। ফলে গত বছর সারা বিশ্বে অনলাইনে খুচরা বা রিটেইল ব্যয়ে বাড়তি ৯০ হাজার কোটি ডলার বা প্রায় এক ট্রিলিয়ন (এক ট্রিলিয়নে এক লাখ কোটি) ডলার খরচ করতে হয়েছে। মাস্টারকার্ডের সর্বশেষ ‘রিকভারি ইনসাইটস’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশে মাস্টারকার্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন মার্কেটপ্লেসগুলোতে আগের চেয়ে কেনাকাটা বেড়েছে। এ ক্ষেত্রে ইতালি ও সৌদি আরবের মতো দেশের বাসিন্দারা ই-কমার্সের মাধ্যমে গড়ে ৩৩ শতাংশ বেশি কেনাকাটা করেছেন। এরপরই কাছাকাছি অবস্থান রয়েছে রাশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক পেমেন্ট বৃদ্ধি পেয়েছে।

এদিকে মাস্টারকার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ডিজিটাল খাতে সম্পৃক্ত হওয়া ২০ থেকে ৩০ শতাংশ ব্যবস্থা বা উদ্যোগ স্থায়ী হতে পারে।