Thank you for trying Sticky AMP!!

ভারতেও কমেছে স্বর্ণের দাম, কমেছে রুপার দামও

ভারতের বাজারেও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দাম নিম্নমুখী থাকায় এবং রুপির দর বাড়ায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৭৯ রুপি কমেছে।

এইচডিএফসি সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫ হাজার ৪৩৯ রুপি। ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সোনার পাশাপাশি ভারতের বাজারে কমেছে রুপার দামও। কেজিতে ১ হাজার ৮৪৭ রুপি কমে হয়েছে ৬৮ হাজার ৯২০ রুপি। এ ছাড়া ডলারের বিপরীতে রুপির দর বেড়েছে ১৪ পয়সা।

এইচডিএফসির বিশেষজ্ঞ তপন প্যাটেল বলেন, বিশ্বব্যাপী সোনার দাম নিম্নমুখী থাকায় এবং রুপির মূল্যবৃদ্ধির কারণে রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৬৭৯ রুপি কমেছে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স এখন ১ হাজার ৭১৯ ডলার। রুপার দাম হয়েছে প্রতি আউন্স ২৬ দশমিক শূন্য ৮ ডলার।

গতকাল বাংলাদেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার অলংকারের দাম আজ বুধবার দাঁড়িয়েছে ৭১ হাজার ১৫০ টাকা।

Also Read: সোনার দাম ভরিতে কমছে ১,৫১৬ টাকা