Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রের নতুন আর্থিক চ্যালেঞ্জ কয়েন-সংকট

করোনাভাইরাস সংকটে আরেক চ্যালেঞ্জে পড়েছে যুক্তরাষ্ট্র। করোনার কারণে অর্থনৈতিক কার্যক্রম কমে যাওয়ায় ব্যাংকগুলোতে তৈরি হয়েছে ধাতব মুদ্রা বা কয়েনের ঘাটতি। অবস্থা এমনই বেগতিক যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বাধ্য হচ্ছে ব্যাংকগুলোতে নির্দিষ্ট পরিমাণ কয়েন সরবরাহ করতে। তবে সরবরাহ বাড়াতে মার্কিন ট্রেজারির মুদ্রা তৈরির বিভাগ ইউএস মিন্টের সঙ্গে একসঙ্গে কাজ করছে ফেড। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমি পাওয়েল হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিকে জানান, করোনা সংকটের কারণে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ধাতব মুদ্রার প্রবাহ একরকম বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আরও খারাপ হয়, যখন মার্কিন মিন্ট তার কর্মচারীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে কয়েন উৎপাদন কমিয়ে দেয়।

পাওয়েল বলেন, ‘আমরা মিন্ট ও রিজার্ভ ব্যাংকের সঙ্গে কাজ করছি। অর্থনীতি আবারও খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুদ্রা আবার হাত ঘুরছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যতে কোনো সকালে ঘুম ভেঙে পত্রিকায় এই শিরোনাম দেখতে চাই না যে ব্যাংকগুলোতে আর অর্থ নেই। ঘাটতিতে থাকা ব্যাংকগুলো এখন জানে না তাদের গ্রাহকদের কী বলতে হবে।’

পাওয়েল জানান, এ বিষয়টি সম্পর্কে তিনি ভালোভাবেই অবহিত। বিশ্বাস করেন যে এটি অস্থায়ী হবে। তিনি বলেন, ‘আমরা অনুভব করছি যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি।’

গত সোমবার ফেড জানায়, সরবরাহ বাড়াতে মিন্টের সঙ্গে কাজ করছে তারা। তবে পরিস্থিতি এখনো চ্যালেঞ্জের মুখেই রয়েছে।