Thank you for trying Sticky AMP!!

রেকর্ড মূল্যস্ফীতি যুক্তরাজ্যে

রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে যুক্তরাজ্যে। আগস্টে দেশটিতে মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের চেয়ে বেড়ে ৩ দশমিক ২ শতাংশে উঠে যায়। ১৯৯৭ সাল থেকে মূল্যস্ফীতির হার লিপিবদ্ধ করে যুক্তরাজ্য। আর ওই সময়ের পর থেকে এই প্রথম এতটা বাড়ল মূল্যস্ফীতি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মূলত, করোনার সংক্রমণ প্রতিরোধে নেওয়া বিধিনিষেধ শিথিল হতে শুরু করায় এই হার বেড়েছে।

যুক্তরাজ্যের জাতীয় খাদ্য পরিসংখ্যান অফিসের (ওএনএস) তথ্য অনুযায়ী, জুলাই মাসের তুলনায় আগস্টে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ২ শতাংশ। মূলত, খাদ্যপণ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি। তবে পোশাক ও জুতার দাম কমায় জীবনযাত্রার ব্যয় কমেছে।

এ নিয়ে দেশটিতে টানা চার মাস মূল্যস্ফীতি ২ শতাংশের ওপরে রয়েছে, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ব্যাংক অব ইংল্যান্ডের নির্ধারিত মূল্যস্ফীতির হার হলো ২। অবশ্য পরিসংখ্যান অফিস এখনো এটি অস্থায়ী প্রভাব বলেই মন্তব্য করছে।

অর্থনীতির চাকা ঘুরতেই যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গত জুন মাসে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ২ দশমিক ৫ শতাংশ হয়, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। জুলাইতে মূল্যস্ফীতি ছিল ২ শতাংশ। আগস্টে এবার রেকর্ড হলো।