Thank you for trying Sticky AMP!!

সফট স্কিলের প্রশিক্ষণ পাবেন তরুণেরা

সিকেএইচ নেটওয়ার্ক ও ওয়াধানী ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গুলশান, ঢাকা, ১৬ নভেম্বর। ছবি: সংগৃহীত

কোচ কামরুল নেটওয়ার্ক (সিকেএইচ) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়াধানী ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রাজধানীর গুলশানে আজ শনিবার সকালে এই সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় বিনা মূল্যে সফট স্কিলের প্রশিক্ষণ পাবেন বাংলাদেশের তরুণেরা।

সমঝোতা স্মারক অনুযায়ী ওয়াধানী ফাউন্ডেশন তাদের এক যুগেরও বেশি সময় ধরে তৈরি করা বিশ্বমানের সফট স্কিল কোর্সটি এখন পৌঁছে দেবে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে। সিকেএইচ নেটওয়ার্ক তাদের নেক্সট জেন লিডারস প্রোগ্রামের মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে এই কোর্স। সিকেএইচ নেটওয়ার্ক ২০২১ সালের মধ্যে দেশের লাখো শিক্ষার্থীকে এই কোর্স ও ক্যারিয়ারভিত্তিক গাইডেন্সের মাধ্যমে বিশ্বসেরা করে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর আয়োজনে উপস্থিত ছিলেন সিকেএইচ নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কোচ কামরুল হাসান এবং ওয়াধানী ফাউন্ডেশনের পক্ষে তাদের হেড অব স্কিলিং ইনিশিয়েটিভ সুনীল দাহিয়া ও বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার এস্তানুল কবির।

বিস্তারিত জানা যাবে সিকেএইচ নেটওয়ার্কের অফিশিয়াল ফেসবুক পেজে। ঠিকানা: https://www.facebook.com/CKHNetwork/