Thank you for trying Sticky AMP!!

১৮১ জন প্রকৌশলী নেবে পিজিসিবি

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) প্রকৌশলী নিয়োগ দেবে। ১৮১ জন প্রকৌশলী নেবে পিজিসিবি। আগ্রহীরা এই পদে আবেদন করতে পারেন।

যেসব পদে নিয়োগ:

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা: ৬০টি (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস -৫০টি, সিভিল –৫টি, মেকানিক্যাল -৫টি)
মূল বেতন: ৫০,০০০ টাকা (বেতন গ্রেড-৭)
যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১২১টি (ইলেকট্রিক্যাল -৯৩টি, ইলেকট্রনিকস -৮টি, সিভিল -১০টি, মেকানিক্যাল -৭টি, কম্পিউটার -৩টি)
মূল বেতন: ৩৫,০০০ টাকা (বেতন গ্রেড-৮)
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস/ সিভিল/ মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে কমপক্ষে ডিপ্লোমা ডিগ্রি।

প্রার্থীরা অনলাইনে www.pgcb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০১৯ তারিখ পর্যন্ত।