Thank you for trying Sticky AMP!!

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি

প্রথম আলো ফাইল ছবি

আগামী ৪ জানুয়ারি থেকে ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় জানানো হয়, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।