Thank you for trying Sticky AMP!!

৪২তম বিসিএসের নন–ক্যাডারে আবেদন শুরু

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৪২তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ প্রার্থীদের নন–ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া আজ শনিবার শুরু, চলবে ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪২তম বিসিএসের (বিশেষ) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ‘সহকারী সার্জন’ পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীর মধ্যে যাঁরা নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী এমবিবিএস যোগ্যতা সম্পন্ন প্রথম শ্রেণির (গ্রেড-৯) নন–ক্যাডার পদে চাকরিতে আগ্রহী তাঁদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার আবেদন শুরু, চলবে ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ লিংকে থাকা বিজ্ঞপ্তিতে নন–ক্যাডারে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানা যাবে।