Thank you for trying Sticky AMP!!

প্রতীকী ছবি: প্রথম আলো

সমন্বিত পাঁচ ব্যাংকের মৌখিক পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই উপস্থিত হতে হবে।

মৌখিক পরীক্ষার বোর্ডে সহযোগী সদস্যদের কাছে যেসব কাগজ জমা দিতে হবে, সেগুলো হলো- স্বাক্ষরযুক্ত লিখিত আবেদনপত্র, সদ্য তোলা তিন কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, পরীক্ষার প্রবেশপত্র ও সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে