Thank you for trying Sticky AMP!!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ম–২০তম গ্রেডে চাকরির সুযোগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ১০ম থেকে ২০তম গ্রেডে সাতজনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সেকশন অফিসার
    পদসংখ্যা: ১ (রেজিস্ট্রার দপ্তর)
    যোগ্যতা: চার বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি/তিন বছরের সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে দুটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। (এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পর্যায়ে ৫.০ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে জিপিএ ৪.০ এবং স্নাতক ও স্নাতকোত্তর/সমমান পর্যায়ে ৪.০ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ৩.০০ থাকতে হবে)। তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/ক্লাস গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় অবশ্যই পারদর্শী হতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

  • ২. পদের নাম: ক্যালিগ্রাফার
    পদসংখ্যা: ১ (পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ বিশ্ববিদ্যালয়ে সহকারী ক্যালিগ্রাফার পদে অন্যূন দুই বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৩. পদের নাম: নিরাপত্তা সুপারভাইজার
    পদসংখ্যা: ১ (রেজিস্ট্রার দপ্তর)
    যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ সমমানের ডিগ্রিসহ আনসার/ ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অথবা এইচএসসি/ সমমান পাসসহ সশস্ত্র বাহিনীতে পাঁচ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

Also Read: পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, ১২-২০তম গ্রেডে পদ ৭১৪

  • ৪. পদের নাম: লিফট অপারেটর
    পদসংখ্যা: ২ (প্রকৌশল দপ্তর)
    যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল ফিল্ডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসহ লিফট অপারেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি নির্ণয় ও মেরামত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) পাস হতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ মেকানিক্যাল ফিল্ডে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ লিফট অপারেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি নির্ণয় ও মেরামত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স/শিক্ষাগত যোগ্যতা (যেকোনো একটি) শিথিলযোগ্য।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

  • ৫. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ২ (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ১টি এবং ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগে ১টি)
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: সর্বোচ্চ ৩০ বছর
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ও ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি এই লিংকে পাওয়া যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।  

Also Read: কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৫৮৫

আবেদন ফি
অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৯০০ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ৫০০ টাকা ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।