Thank you for trying Sticky AMP!!

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ডাক পেলেন ৪১৫০ জন

সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৫০ জনের ভাইভা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হবে ভাইভা। ওই দিন ১০ জনের ভাইভা হবে।

আজ মঙ্গলবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে ভাইভার এ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি সাধারণ ক্যাডারের ১৮০ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। এরপর ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্যাডারের ভাইভা চলবে। ভাইভা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।

গত বুধবার ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের ভাইভার সূচি দেখুন এখানে