Thank you for trying Sticky AMP!!

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থগিত নিয়োগ পরীক্ষা ২৪ সেপ্টেম্বর

ফাইল ছবি

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বিভিন্ন পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আইএমইডির আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের এই পরীক্ষা গত ১২ এপ্রিল হওয়ার কথা ছিল।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া সেই পরীক্ষা ২৪ সেপ্টেম্বর বেলা তিনটায় শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈধ প্রার্থীদের তালিকা আইএমইডির ওয়েবসাইটে (www.imed.gov.bd) পাওয়া যাবে।

বৈধ প্রার্থীদের মধ্যে যাঁরা তাঁদের বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাননি, তাঁদের জন্য ২২ ও ২৩ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ২টার মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (ভবন-১১, কক্ষ নং-১০, পরিকল্পনা কমিশন চত্বর, শেরেবাংলা নগর, ঢাকা) থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র ইস্যু করা হবে। ডুপ্লিকেট প্রবেশপত্রের জন্য প্রার্থীকে অবশ্যই আবেদন ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত ২ কপি ছবি আনতে হবে।