Thank you for trying Sticky AMP!!

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিল

আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বার কাউন্সিলের ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

প্রায় ১৩ হাজার শিক্ষার্থী এ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবীদের সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান।

তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়।

সে অনুসারে ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থী মোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশী এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।