Thank you for trying Sticky AMP!!

২১২১ সহকারী শিক্ষকের ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা স্থগিত

দেশব্যাপী লকডাউনের কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২১২১ জন সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ১ জুলাই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কঠোর লকডাউন/ শাটডাউনের কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২১২১ সহকারী শিক্ষক/ শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

ক্লাসে পড়াচ্ছেন শিক্ষক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া ভাইভা শেষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ জন সহকারী শিক্ষক/ শিক্ষিকার (১০ম গ্রেড) ৪ জুলাই থেকে ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সরকারি কর্ম কমিশন কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া ২ হাজার ১২১ জন সহকারী শিক্ষক/ শিক্ষিকার ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হবে। এক্স–রে, প্রস্রাব ও চক্ষু পরীক্ষা করে রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। এসব পরীক্ষার সঙ্গে বাধ্যতামূলকভাবে ডোপটেস্ট করে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। পরীক্ষার জন্য হাসপাতাল ও প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।