Thank you for trying Sticky AMP!!

আইইউসিএনে চাকরি, কর্মস্থল কক্সবাজার, বেতন লাখের বেশি

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন।

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশ প্রোগ্রাম কো-অর্ডিনেশন ইউনিটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আইইউসিএনের ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম অফিসার—ইউএনএইচসিআর
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: জুওলজি, ওয়াইল্ডলাইফ, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় প্রেজেন্টেশন, লেখা ও যোগাযোগে দক্ষ হতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৭ মাসের চুক্তি, তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)

কর্মস্থল: বাংলাদেশ প্রজেক্ট অফিস, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১ লাখ ৩ হাজার ৫৩৮ টাকা (বছরে মোট বেতন ১২ লাখ ৪২ হাজার ৪৬৪ টাকা)। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আইইউসিএনের ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরপর একই লিংকে Apply বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করার পর আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২২।