Thank you for trying Sticky AMP!!

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৭০,০০০

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রজেক্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ডাকযোগে বা সরাসরিও আবেদন পাঠানো যাবে।

  • পদের নাম: প্রজেক্ট কো–অর্ডিনেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে গভর্ন্যান্স, রাইটস, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনসংক্রান্ত কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট লেখা ও ডকুমেন্টশনে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্য, এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দুই বছর দুই মাস)
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬৮,০০০–৭০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদের ফটোকপি, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সিভিসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠানো যাবে।

সিভিসহ আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ডেপুটি ডিরেক্টর, অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিভিশন, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক–বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭।

আবেদন পাঠানোর শেষ সময়: ৩০ মে ২০২২।