Thank you for trying Sticky AMP!!

ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে চাকরি, আবেদন অনলাইনে

ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ প্রতিষ্ঠানে একাধিক শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: প্রধান সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
    বেতন স্কেল: ১১,৩০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১২)

  • ২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং টাইপিংয়ের গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

  • ৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেডে এইচএসসি পাস; সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

যেসব জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই
শরীয়তপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম ও পিরোজপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা
২০২২ সালের ১৮ মে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি জমা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে প্রতি পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২ জুন ২০২২।