Thank you for trying Sticky AMP!!

৪২তম বিসিএস প্রিলিতে অংশ নিলেন ৮৯ শতাংশ পরীক্ষার্থী

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) জানিয়েছে, ৩১ হাজার ২৬ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। এর মধ্য ২৭ হাজার ৫৭৩ জন পরীক্ষাং অংশ নেন। ৩ হাজার ৪৫৩ জন অনুপস্থিত ছিলেন। শতকরা ৮০ শতাংশ আবেদনকারী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। আবেদন করেও ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় ১১ শতাংশ পরীক্ষার্থী অংশ নেননি।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় কেউ বহিষ্কৃত হননি। তবে ঢাকা কলেজ কেন্দ্রে একজনের হাতঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

আবেদন করেও ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় ১১ শতাংশ পরীক্ষার্থী অংশ নেননি

দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। করোনার কারণে এবার প্রত্যেক পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে হলে ঢুকতে হয়েছে। এ ছাড়া পরীক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে হয়েছে। শিক্ষার্থী ও হল পরিদর্শককে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পরীক্ষা হলে ঢুকতে হয়েছে।

পরীক্ষার নম্বর বণ্টন

পিএসসি বিজ্ঞপ্তিতে বলেছে, বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা।

২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা দুই ঘণ্টা সময় পেয়েছেন। প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে।

পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।