Thank you for trying Sticky AMP!!

৬ বিসিএসে নিয়োগ পেয়েছেন ৭ হাজার ১৬১ জন নারী ক্যাডার

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সর্বশেষ ছয়টি বিসিএসে ৭ হাজার ১৬১ জন নারী বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে (২০২২-২৩) তথ্য প্রকাশ করা হয়েছে। ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে।

Also Read: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫১ পদে চাকরির সুযোগ

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৯ম গ্রেডের কর্মচারীদের মধ্যে নারী কর্মচারীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নারীদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ কোটার অতিরিক্ত মেধা কোটায়ও নারীরা নিয়োগ পাচ্ছেন।

প্রতিবেদনের গুরুত্বপূর্ণ পদে নারী কর্মচারী পদায়ন অংশে বলা হয়েছে, ৩৫তম বিসিএস থেকে ৪২তম বিসিএসে মোট ৭ হাজার ১৬১ জন নারী ক্যাডার পদে চাকরি পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নারী নিয়োগ পেয়েছেন ৪২তম বিশেষ বিসিএসে ১ হাজার ৯৬১ জন।

Also Read: ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়ে যা বললেন এনটিআরসি চেয়ারম্যান

বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ৩৫তম বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন ২ হাজার ১২৫ জন। এর মধ্যে ১ হাজার ৫৩০ জন পুরুষ এবং ৫৯৫ জন নারী।

৩৬তম বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন ২ হাজার ২৫৫ জন। এর মধ্যে ১ হাজার ৬৭১ জন পুরুষ এবং ৫৮৪ জন নারী। ৩৭তম বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন ১ হাজার ২৪৯ জন। এর মধ্যে ৯৪০ জন পুরুষ এবং ৩০৯ জন নারী।

Also Read: চাকরির পরীক্ষার কেন্দ্রে শুনতে হয় পরীক্ষা স্থগিত, অর্থ–সময় অপচয়ের দায় কার

৩৮তম বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন ২ হাজার ১৩৪ জন। এর মধ্যে ১ হাজার ৫৬২ জন পুরুষ এবং ৫৭৫ জন নারী। ৩৯তম বিশেষ বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন ৬ হাজার ৭২৯ জন। এর মধ্যে ৩ হাজার ৫৯২ জন পুরুষ এবং ৩ হাজার ১৩৭ জন নারী।

৪২তম বিশেষ বিসিএসে মোট নিয়োগ পেয়েছেন ৪ হাজার জন। এর মধ্যে ২ হাজার ৩৯ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।

Also Read: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, ৯ম–১৬তম গ্রেডে পদ ৪৯