Thank you for trying Sticky AMP!!

অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে ১৮ লাখের বেশি

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে জেন্ডার জাস্টিস অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিমে প্রজেক্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর—সিকিউরিং রাইটস
    বিভাগ: ইন্টারন্যাশনাল
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, লিগ্যাল স্টাডিজ অ্যান্ড হিউম্যান রাইটস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিস ৩৬৫ ও পিপলসফট সিস্টেমের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন: বছরে (১৩ মাস) বেতন ১৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role–এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২২।

Also Read: অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে প্রায় ৯ লাখ