Thank you for trying Sticky AMP!!

মডেল: নাহিদা আহমেদ

বিদেশি সংস্থায় চাকরি, বেতন ২ লাখ ৭০ হাজার

মানবাধিকার বিষয়ে ট্রান্সলেশন সার্ভিস নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সলেটরস উইদাউট বর্ডারস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় প্রজেক্ট ম্যানেজার–প্রমোটিং ল্যাঙ্গুয়েজ ইনক্লুসিভ এডুকেশন ইন মারমা পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার-প্রমোটিং ল্যাঙ্গুয়েজ ইনক্লুসিভ এডুকেশন ইন মারমা
    বিভাগ: ইন্টারন্যাশনাল প্রোগ্রাম
    পদসংখ্যা:
    যোগ্যতা: সমাজবিজ্ঞান বা আন্তর্জাতিক উন্নয়নসংক্রান্ত বিষয়ে বা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় কোনো প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রপোজাল রাইটিং ও টেকনিক্যাল রাইটিংয়ে অভিজ্ঞ হতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। একা বা একাধিক আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বাংলাদেশ ও মিয়ানমারের ভাষাবৈচিত্র্য সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

Also Read: ওয়ান ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২,৪০,০০০ থেকে ২,৭০,০০০ টাকা
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে সরকারি ছুটিসহ বার্ষিক ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Job বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ মে ২০২৪।