Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, হাতের লেখা সুন্দর হতে হবে

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে এক বছর মেয়াদি চুক্তিভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার
পদ সংখ্যা: ৩৫

বয়স

২৮ ডিসেম্বর তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম–বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি/সমমানের সনদ বিবেচিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে।
বেতন: মূল বেতন ১৪,৭০০ টাকা। এ ছাড়া অন্যান্য ভাতা।

জামানত

নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।

Also Read: ব্র্যাক ব্যাংকে স্নাতক পাসে একাধিক পদে চাকরির সুযোগ

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের http://pbsmym2.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে। ময়মনসিংহ/গাজীপুর জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি

টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের সমসসীমা

২৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি।

Also Read: ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডার পাওয়া শানিরুল ৪৩তমে প্রশাসনে প্রথম  

Also Read: গণপূর্তের চাকরির পরীক্ষায় ফেস অ্যাপ, দৌড়ে পালালেন ভুয়া প্রার্থী