Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন থাইল্যান্ড ও বেলজিয়ামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এবং ভারতে বাংলাদেশ হাইকমিশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে ও ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইকোনমিক কাউন্সিলর পদে একজন করে নেওয়া হবে। জাতীয় বেতেন স্কেলে ৫ম গ্রেডপ্রাপ্ত এবং কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (ইকোনমিক) পদে একজন নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ গ্রেডপ্রাপ্ত এবং ষষ্ঠ গ্রেডে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

সব মন্ত্রণালয়/বিভাগ ও তার অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত পদে কর্মরত যোগ্য ও আগ্রহী কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১০ অক্টোবরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এই লিংকে (http://www.erd.gov.bd/sites/default/files/files/erd.portal.gov.bd/notices/87de3b45_bb93_4d0d_9010_8a9912c0fbd2/-%E0%A7%A7%E0%A7%AC%E0%A7%AC.pdf)। আবেদন ফরম পূরণ করে এই ই-মেইলে (admin5@erd.gov.bd) পাঠানো যাবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সদ্য তোলা সত্যায়িত ছবিসহ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় [দৃ: আ: অনুবিভাগ প্রধান (প্রশাসন ও মধ্যপ্রাচ্য] বরাবর আবেদন করতে হবে।

আবেদনকারীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে এবং তাঁর চাকরি স্থায়ী হতে হবে। যেসব কর্মকর্তার সরকারি চাকরির বাকি মেয়াদ এই আবেদন গ্রহণের শেষ তারিখ থেকে চার বছরের কম তাঁরা আবেদন করতে পারবেন না।

আবেদনকারীর কোনো সন্তান যদি ১৯৯২ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করে এবং সেই সন্তানসহ মোট সন্তানের সংখ্যা যদি দুজনের বেশি হয়, তাহলে আবেদন করতে পারবেন না। আবেদনের সময় সন্তানের সংখ্যা, নাম ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে।