Thank you for trying Sticky AMP!!

আবারও পেছাল এসএসসি পরীক্ষা

নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

আগামীকাল রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের কারণে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আবারও পেছানো হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করেন।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ৮ ফেব্রুয়ারি (রোববার) অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠেয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত।

পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান।

পরীক্ষার্থীদের আসা–যাওয়ার নির্বিঘ্ন করার জন্য শিক্ষামন্ত্রী ২০ দলের প্রতি পরীক্ষার আগের দুই ঘণ্টা ও পরের দুই ঘণ্টা অবরোধ কার্যক্রম শিথিল করার জন্য অনুরোধ জানিয়েছেন।