Thank you for trying Sticky AMP!!

ইউজিসি ও এপিইউবি চেয়ারম্যানের মতবিনিময়

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) চেয়ারম্যান শেখ কবির হোসেনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে সোমবার এপিইউবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে প্রফেসর শাহ নওয়াজ আলি, প্রফেসর দিল আফরোজা বেগম, প্রফেসর মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর মহাম্মদ আলমগীর, ফরাসউদ্দিন, সাংসদ নজরুল ইসলাম বাবু, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামানসহ এপিইউবির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিতিতে ছিলেন। এতে সভাপতিত্ব করেন এপিইউবির চেয়ারম্যান শেখ কবির হোসেন। সঞ্চালনা করেন এপিইউবির সেক্রেটারি জেনারেল বেনজির আহমেদ।

সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। বক্তারা তাঁদের মতামত তুলে ধরেন।