Thank you for trying Sticky AMP!!

ইউডাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা) মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা) ১৬ নভেম্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) হাকিম।

মেজর (অব) হাকিম বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের একজন ক্যাডেট ও বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। ১২ বছর ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর অভিজ্ঞতা ও গবেষণাভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রেজেন্টেশন করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রেজেন্টেশন করেছেন। ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভেন শিক্ষার্থী ও শিক্ষকেরা এই প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেন।