Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

২১. রবিশস্য কোন ঋতুতে জন্মে?

ক. গ্রীষ্ম খ. বর্ষা

গ. শীত ঘ. শরৎ

২২. বাগিচা কৃষির উদাহরণ কোনটি?

ক. বাংলাদেশের পাট চাষ

খ. ভারতের তুলা চাষ

গ. চীনের ধান চাষ

ঘ. শ্রীলঙ্কার চা চাষ

২৩. ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ কোন স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড?

ক. প্রথম পর্যায়

খ. দ্বিতীয় পর্যায়

গ. তৃতীয় পর্যায়

ঘ. চতুর্থ পর্যায়

২৪. খরিপ শস্যের উদাহরণ হলো—

ক. গম খ. তিল

গ. ভুট্টা ঘ. সরিষা

২৫. চা, কফি, রাবার প্রভৃতির জন্য প্রয়োজন হয়—

i. উঁচু জমির

ii. ঢালু জমির

iii. সমতল ভূমির

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

ক. চা খ. পাট

গ. আখ ঘ. তামাক

২৭. বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (BADC) কত সালে আত্মপ্রকাশ করে?

ক. ১৯৮১ খ. ১৮৮১

গ. ১৯৬১ ঘ. ১৯৭৮

উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শফিকের বাবা বিএডিসিতে চাকরি করেন। তাই তাদের কলেজ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাসফরে গিয়েছিল বিএডিসিতে। সেখানে শিক্ষার্থীরা অনেক বিষয় জ্ঞান লাভ করে।

২৮. বিএডিসি–এর পূর্ণ রূপ কী?

ক. বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র

খ. বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা

গ. বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন

ঘ. বাংলাদেশ কৃষি উন্নয়ন কেমিক্যাল করপোরেশন

২৯. বাংলাদেশের কৃষিকে মৌসুমি বায়ুর খেলা বলা হয় কেন?

ক. বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল বলে

খ. মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল বলে

গ. তাপমাত্রার ওপর নির্ভরশীল বলে

ঘ. আর্দ্রতার ওপর নির্ভর করতে হয় বলে

৩০. সর্বোচ্চ চা উৎপাদনকারী দেশ কোনটি?

ক. চীন খ. ব্রাজিল

গ. ভারত ঘ. থাইল্যান্ড

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন