Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৫১. বিশ্বব্রক্ষ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে—এটি কে প্রকাশ করেন?

ক. হাবল খ. ডিরাক

গ. গ্যালিলিও ঘ. মোরলি

৫২. বিজ্ঞানীরা দৃশ্যমান গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সির শতকরা কতভাগ ব্যাখ্যা করতে পারেন?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৫৩. ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান রয়েছে—

i. বলবিজ্ঞানে

ii. শব্দবিজ্ঞানে

iii. তাপ ও তাপগতিবিজ্ঞানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. আপেক্ষিক ত্রুটি 12%, চূড়ান্ত ত্রুটি 6 একক হলে পরিমাপ করা মান কত?

ক. ৫০ খ. ৭৫

গ. ১০০ ঘ. ১৫০

৫৫. ওমর খৈয়াম ছিলেন—

i. দার্শনিক

ii. গণিতবিদ

iii. জ্যোতির্বিদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৬. সময়ের একক নির্ধারণে কোন পরমাণু ব্যবহার করা হয়?

ক. কার্বন–১২

খ. সিজিয়াম–১৩১

গ. সিজিয়াম–১৩২

ঘ. সিজিয়াম-১৩৩

৫৭. মূল স্কেলের পাঠ 15mm, ভার্নিয়ার ধ্রুবক 0.1mm এবং ভার্নিয়ার পাঠ 2 হলে মোট পাঠ কত?

ক. 1.52 cm খ. 1.52 mm

গ. 15.2 cm ঘ. 15.2 m

৫৮. পরমাণুর নিউক্লিয়াসে কোন ধরনের চার্জ থাকে?

ক. ধনাত্মক

খ. ঋণাত্মক

গ. নিরপেক্ষ

ঘ. ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই

৫৯. এক টেরাগ্রাম সমান কত গ্রাম?

ক. 109 খ. 1011

গ. 1012 ঘ. 1015

৬০. কোন রাশিটি নিরপেক্ষ?

ক. তড়িৎ বিভব

খ. ত্বরণ

গ. পদার্থের পরিমাণ

ঘ. বল

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ক ৫২.গ ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ঘ ৫৬.ঘ ৫৭.ক ৫৮.ক ৫৯.গ ৬০.গ

মাহমুদ আমিন, সাবেক প্রভাষক, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন