Thank you for trying Sticky AMP!!

কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কারিগরি শিক্ষকদের দুই মাসব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর যে প্রাচুর্য রয়েছে, তার সুবিধাকে কাজে লাগাতে হলে কারিগরি ধারার শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে তুলতে হবে।

সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কারিগরি শিক্ষার্থীদের সম্মানী দিয়ে হাতে–কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে তিনি শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানব পুঁজি সৃষ্টির লক্ষ্যে ড. কুদরাত–এ–খুদাকে প্রধান করে শিক্ষা কমিশন গঠন করেন। এ কমিশনের বৈশিষ্ট্য ছিল দক্ষতানির্ভর শিক্ষা। বিশ্বে যেসব দেশ দ্রুত উন্নতি করেছে, তারা সবাই বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।