Thank you for trying Sticky AMP!!

কৃষির গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল ২ ডিসেম্বর

দেশের কৃষি ও কৃষিপ্রধান সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যা এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল আগামী ২ ডিসেম্বর প্রকাশ করা হবে।

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়া সাত বিশ্ববিদ্যালয় হলো—শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

চলতি বছর ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে মোট ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে আসনসংখ্যা ১১১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ আসনসংখ্যা নিয়ে মোট ৩ হাজার ৪১৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।