Thank you for trying Sticky AMP!!

ছাত্রদলকে ডাকসুতে অযোগ্য ঘোষণার দাবি

ডাকসু

ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ছাত্রশিবিরকে নিয়ে সম্প্রতি মধুর ক্যানটিনে প্রবেশ করেছে,এমন অভিযোগ এনে ডাকসু নির্বাচনে সংগঠনটিকে অযোগ্য ঘোষণা করাসহ চার দফা দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ এই দাবি জানায়।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতারা৷ তাঁদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে উপাচার্য দাবি পূরণের আশ্বাস দেন৷

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের অন্য দাবিগুলো হলো বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও উপাচার্যকে নিয়ে কটূক্তির দায়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ছাত্রত্ব বাতিল ও বিচার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলায় জড়িত,গুজব রটনাকারী ও উসকানিদাতাদের শাস্তি এবং ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মতো হল সংসদেও স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযু্দ্ধ বিষয়ক সম্পাদক পদ সংযোজন৷

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সনেট মাহমুদ প্রথম আলোকে বলেন,'বিশ্ববিদ্যালয় প্রগতির ধারক-বাহক৷ এখানে যদি কেউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে নিয়ে আসে তা আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা কখনই মেনে নেব না৷ এটা এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বিকাশের পরিপন্থী উপাচার্য আমাদের দাবির ব্যাপারে আশ্বস্ত করেছেন৷'