Thank you for trying Sticky AMP!!

জগন্নাথে প্রথম বর্ষে ভর্তি: মানবিক শাখার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক শাখার (ইউনিট-২) ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের কাছে ফলাফল হস্তান্তর করেন মানবিক শাখার ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদা আক্তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রথম আলোকে জানান, এ বছর মোট ২২ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী ৮৫০ টি আসনের বিপরীতে মানবিক শাখায় (ইউনিট-২) লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল। এর মধ্যে ২২ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রথমবারের মতো এ বছর সকল পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম ৮৫০ জন পরীক্ষার্থীর পর আসন শূন্য সাপেক্ষে অপেক্ষাকৃত তালিকায় থাকা পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

রেজিস্ট্রার বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন আতিয়ার রহমান, আইন অনুষদের ডিন খ্রীস্টিন রিচার্ডসন এবং প্রক্টর মোস্তফা কামাল।