Thank you for trying Sticky AMP!!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের পরই সশরীর চূড়ান্ত পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী আগস্ট মাস থেকে সশরীর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। চলতি জুন মাসের মধ্যেই শিক্ষার্থীদের ভর্তির সংশ্লিষ্ট কাজগুলো সংশ্লিষ্ট বিভাগকে সম্পন্ন করতে হবে। চূড়ান্ত পরীক্ষা কোনো অবস্থায় অনলাইনে নেওয়া হবে না।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ওহিদুজ্জামান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, ঈদের পর আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিটি বিভাগের চূড়ান্ত পরীক্ষায় শিক্ষার্থীদের সশরীর অংশ নিতে হবে। চূড়ান্ত পরীক্ষা গ্রহণের অংশ হিসেবে চলতি জুন মাসের ২৭ তারিখের মধ্যেই সব সেমিস্টারের ভর্তিসংশ্লিষ্ট কাজগুলো অনলাইনে সম্পন্ন করবে বিভাগগুলো।

তিনি বলেন, শিক্ষকদের চূড়ান্ত পরীক্ষার আগেই সংশ্লিষ্ট প্রতিটি কোর্সের রিভিউ ক্লাস, মিডটার্ম, অ্যাসাইনমেন্ট-সংশ্লিষ্ট সব পরীক্ষা নিয়ে নিতে হবে। শিক্ষকেরা চাইলে অনলাইনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট গ্রহণ করতে পারবেন।