Thank you for trying Sticky AMP!!

জেএসসি-জেডিসির ফল সব সূচকেই খারাপ

জেএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ৩০ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার সব সূচকেই ফল গতবারের চেয়ে খারাপ হয়েছে। গড় পাসের হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ, যা গতবার ছিল ৯৩ দশমিক ০৬ শতাংশ।

এ বছর এই দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন, যা গতবার ছিল ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এ বছর এমন প্রতিষ্ঠান ৫ হাজার ২৭৯টি, যা গতবার ছিল ৯ হাজার ৪৫০টি। আর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার এ ধরনের প্রতিষ্ঠান ৫৯টি, যা গতবার ছিল ২৮টি।

আজ শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন।

ফল কেন খারাপ হলো, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কোনো কিছু গোপন করিনি। যা ফল হয়েছে, তা–ই প্রকাশ করেছি। সার্বিক মূল্যায়নের জন্য সময় দরকার।’

আলাদাভাবে এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ, যা গতবার ছিল ৯২ দশমিক ৮৯ শতাংশ। জেএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন, গতবার ছিল ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন।

অন্যদিকে, মাদ্রাসার জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। গতবার ছিল এই হার ছিল ৯৪ দশমিক শূন্য ২ শতাংশ। এবার পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন, গতবার পেয়েছিল ১২ হাজার ৫২৯ জন।