Thank you for trying Sticky AMP!!

ঢাবির 'গ' ইউনিটে পাসের হার বেড়ে ১৫.৪৯ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯–২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৫.৪৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটটিতে গতবার পাসের হার ছিল ১০.৯৮ শতাংশ৷ আজ বৃহস্পতিবার দুপুরে এই ফল প্রকাশ করা হয়। গত ১৩ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারই প্রথমবারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল৷ গ-ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে মোট ২৮ হাজার ১৬৯ জন প্রার্থী পরীক্ষা দেন। এর মধ্যে নৈর্ব্যক্তিকে উত্তীর্ণ ৬ হাজার ৮০২ জন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা দেখা হয়৷ লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৩৬২ জন৷

আজ বেলা একটায় উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন। ফল জানা যাবে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে। উত্তীর্ণ শিক্ষার্থীদের (মেধা তালিকা ১ থেকে ১,২৫০ পর্যন্ত) ‘চয়েস ফরম’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।