Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি - বাংলা | প্রশ্ন তৈরি করো

নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৌরি করো

১৪. জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের ওপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশের। তাঁর ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তাঁর। তিনি শহীদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

উত্তর

ক. বিএনএস পলাশের ইঞ্জিন রুমে কে ছিলেন?

. বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর কী এসে পড়ে?

গ. জাহাজ দুটি কোথায় চলে আসে?

. রুহুল আমিনের মৃত্যু হলো কীভাবে?

. রুহুল আমিনের ডান হাতটি উড়ে গিয়েছিল কেন?

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা