Thank you for trying Sticky AMP!!

পদার্থবিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩৩. বিদ্যুৎপ্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়—এটি কে আবিষ্কার করেন?

ক. নিউটন খ. রামফোর্ড

গ. ভোল্টা ঘ. অরস্টেড

৩৪. আলোর তরঙ্গ ধর্ম কে প্রমাণ করেন?

ক. ম্যাক্সওয়েল খ. ইয়ং

গ. নিউটন ঘ. অরস্টেড

৩৫. প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন কে?

ক. আইনস্টাইন খ. ডিরাক

গ. নিউটন ঘ. বেকেরেল

৩৬. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?

ক. জুল খ. ডিগ্রি সেলসিয়াস

গ. ফারেনহাইট ঘ. কেলভিন

৩৭. মূল স্কেলের কোনো দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সঙ্গে মিলে যায় তাকে কী বলে?

ক. ভার্নিয়ার সমপাতন

খ. ভার্নিয়ার স্কেল পাঠ

গ. ভার্নিয়ার ধ্রুবক

ঘ. প্রধান স্কেল পাঠ

৩৮. ভার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর যদি 1 mm এর সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত?

ক. 0.001 cm খ. 0.002 cm

গ. 0.02 cm ঘ. 0.2 cm

৩৯. মূল স্কেলের পাঠ 15 mm, ভার্নিয়ার ধ্রুবক 0.1 m, ভার্নিয়ার পাঠ 4, হলে মোট পাঠ কত?

ক. 1.54 mm খ. 0.154 mm

গ. 15.4 mm ঘ. 154 mm

৪০. নিচের কোনটি যৌগিক রাশি?

ক. ক্ষমতা খ. তাপমাত্রা

গ. তড়িৎপ্রবাহ ঘ. দীপন তীব্রতা

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. গ ৪০. ক